Showing posts with label programming challenge. Show all posts
Showing posts with label programming challenge. Show all posts
Wednesday, October 11, 2017
Sunday, August 20, 2017
Friday, August 18, 2017
Challenge 5 - বৃত্ত নিয়ে ১
চল আজকে একটু ভিন্ন ধরণের সমস্যা সমাধান করি ।
ধর, তোমাকে একটি বৃত্তের ব্যসার্ধ ও দুটি জ্যা দেওয়া হল। এবারে বলা হলো যে কোন জ্যা টি কেন্দ্রের সবচেয়ে নিকটে অবস্থিত তা নির্নয় কর। পারবে ?
চেষ্টা করে ফেলা যাক।
Problem Setter: Fahim Ahmed
Saturday, August 05, 2017
Challenge -4
টেস্ট কেস সম্পর্কে আমরা আগে জেনেছি এখন নিচের প্রব্লেম টি সল্ভ করি
Friday, August 04, 2017
Challenge -3
টেস্ট কেইস কি ?
টেস্ট কেইস দ্বারা বোঝানো হয় যে, তোমার প্রোগ্রামটি ঠিক কত বার চালানো হবে। ব্যাপারটা আরো পরিষ্কার করে বলি।
ধরো, তোমাকে বলা হলো এমন একটি প্রোগ্রাম বানাতে , যেখানে তোমাকে দুটি সংখ্যার যোগফল বের করতে হবে । কিন্তু তোমাকে বলা হলো যে এভাবে প্রোগ্রামটিতে পাঁচ জোড়া সংখ্যা দেওয়া হবে এবং প্রত্যেক জোড়ার যোগফল একে একে প্রিন্ট করতে হবে । সেক্ষেত্রে আমারা টেস্ট কেইস ব্যবহার করে থাকি ।
এটি, সাধারণ একটি 'ফর লুপ' । প্রথমত একটি সংখ্যা ইনপুট নিতে হবে যা দ্বারা বোঝানো হয় যে প্রোগ্রামটি মোট তত বার চলবে। তারপর ১ থেকে সেই সংখ্যা পর্যন্ত একটি লুপ চালানো হয় ।
যেমনঃ
.
.
int main()
{
scanf("%d",&t);
for( i =1; i<=t ; i++ )
{
//you_code
}
}
.
.
শিখে নিলে টেস্ট কেইস।
এবারে নিচের সমস্যাটি সমাধান কর ।
#Problem setter : MC Rudra
টেস্ট কেইস দ্বারা বোঝানো হয় যে, তোমার প্রোগ্রামটি ঠিক কত বার চালানো হবে। ব্যাপারটা আরো পরিষ্কার করে বলি।
ধরো, তোমাকে বলা হলো এমন একটি প্রোগ্রাম বানাতে , যেখানে তোমাকে দুটি সংখ্যার যোগফল বের করতে হবে । কিন্তু তোমাকে বলা হলো যে এভাবে প্রোগ্রামটিতে পাঁচ জোড়া সংখ্যা দেওয়া হবে এবং প্রত্যেক জোড়ার যোগফল একে একে প্রিন্ট করতে হবে । সেক্ষেত্রে আমারা টেস্ট কেইস ব্যবহার করে থাকি ।
এটি, সাধারণ একটি 'ফর লুপ' । প্রথমত একটি সংখ্যা ইনপুট নিতে হবে যা দ্বারা বোঝানো হয় যে প্রোগ্রামটি মোট তত বার চলবে। তারপর ১ থেকে সেই সংখ্যা পর্যন্ত একটি লুপ চালানো হয় ।
যেমনঃ
.
.
int main()
{
scanf("%d",&t);
for( i =1; i<=t ; i++ )
{
//you_code
}
}
.
.
শিখে নিলে টেস্ট কেইস।
এবারে নিচের সমস্যাটি সমাধান কর ।
#Problem setter : MC Rudra
Monday, July 03, 2017
Sunday, July 02, 2017
Subscribe to:
Posts (Atom)