টেস্ট কেইস কি ?
টেস্ট কেইস দ্বারা বোঝানো হয় যে, তোমার প্রোগ্রামটি ঠিক কত বার চালানো হবে। ব্যাপারটা আরো পরিষ্কার করে বলি।
ধরো, তোমাকে বলা হলো এমন একটি প্রোগ্রাম বানাতে , যেখানে তোমাকে দুটি সংখ্যার যোগফল বের করতে হবে । কিন্তু তোমাকে বলা হলো যে এভাবে প্রোগ্রামটিতে পাঁচ জোড়া সংখ্যা দেওয়া হবে এবং প্রত্যেক জোড়ার যোগফল একে একে প্রিন্ট করতে হবে । সেক্ষেত্রে আমারা টেস্ট কেইস ব্যবহার করে থাকি ।
এটি, সাধারণ একটি 'ফর লুপ' । প্রথমত একটি সংখ্যা ইনপুট নিতে হবে যা দ্বারা বোঝানো হয় যে প্রোগ্রামটি মোট তত বার চলবে। তারপর ১ থেকে সেই সংখ্যা পর্যন্ত একটি লুপ চালানো হয় ।
যেমনঃ
.
.
int main()
{
scanf("%d",&t);
for( i =1; i<=t ; i++
)
{
//you_code
}
}
.
.
শিখে নিলে টেস্ট কেইস।
এবারে নিচের সমস্যাটি সমাধান কর ।
#Problem setter : MC Rudra
No comments:
Post a Comment