|  | 
| Pascal" triangle | 
ত্রিভুজের শুরু হয় ১ থেকে এবং ক্রমানুসারে সংখ্যাগুলির যোগফল থেকে ত্রিভূজটির বিস্তৃতি ঘটে ( উপরের চিত্রটি দেখ ) ।এই ত্রিভূজটিতে কিছু সুনির্দিষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায়। আজ প্যাসকেলের ত্রিভূজের সেসব ধারা নিয়ে আলোচনা করা হলো।
| চিত্রঃ 1.1 ( Diagonal ) | 
1. Diagonal:
চিত্রটি লক্ষ্য কর ।
  
প্রথম ডায়গোনাল বা কর্ণে শুধুমাত্র 1. দ্বিতীয় কর্ণে সাধারণ ক্রমধারা বা Continuing Number Series রয়েছে । এবং পরবর্তি কর্ণে Triangular Number Series লক্ষ্য করা যাচ্ছে । 
2. Horizontal Sums:
| চিত্রঃ 1.2 ( Horizontal Sums ) | 
ছবিটিতে কি লক্ষ্য করতে পারছ? কোন প্যাটার্ন ?
এখানে প্রতিক্ষেত্রে সারির সংখ্যাগুলোর যোগফল এর মান দ্বিগুণ হচ্ছে।
3. Exponents of 11:
| চিত্রঃ 1.3 ( Exponents of 11 ) | 
এখানে কিন্তু 11 এর ঘাত বা সূচক বা power একটি সাধারণ ক্রম ধারায় বাড়ছে ।
Example:    11^0 =  1
                       11^1 =  11
                       11^2 =  121
  *** কিন্তু লক্ষ্য কর !!! 11^5 ও 11^6 এর ক্ষেত্রে ব্যতিক্রম ! 
         চিন্তার কিছু নেই, নিচের ছবিটি দেখ -
       এখানে, সংখ্যাগুলো এক ঘর বামে সরে গেছে !   
প্যাসকেলের ত্রিভূজের আরোও মজার মজার সব প্যাটার্ন নিয়ে পরে আরোও আলোচনা করব ।
ততদিনে,তোমরা নিজেরা কিছু প্যাটার্ণ বা ধারা আবিষ্কার করার চেষ্টা কর !
It is most important!.
ReplyDelete