চল আজকে একটু ভিন্ন ধরণের সমস্যা সমাধান করি ।
ধর, তোমাকে একটি বৃত্তের ব্যসার্ধ ও দুটি জ্যা দেওয়া হল। এবারে বলা হলো যে কোন জ্যা টি কেন্দ্রের সবচেয়ে নিকটে অবস্থিত তা নির্নয় কর। পারবে ?
চেষ্টা করে ফেলা যাক।
টেস্ট কেইস দ্বারা বোঝানো হয় যে, তোমার প্রোগ্রামটি ঠিক কত বার চালানো হবে। ব্যাপারটা আরো পরিষ্কার করে বলি।
ধরো, তোমাকে বলা হলো এমন একটি প্রোগ্রাম বানাতে , যেখানে তোমাকে দুটি সংখ্যার যোগফল বের করতে হবে । কিন্তু তোমাকে বলা হলো যে এভাবে প্রোগ্রামটিতে পাঁচ জোড়া সংখ্যা দেওয়া হবে এবং প্রত্যেক জোড়ার যোগফল একে একে প্রিন্ট করতে হবে । সেক্ষেত্রে আমারা টেস্ট কেইস ব্যবহার করে থাকি ।
এটি, সাধারণ একটি 'ফর লুপ' । প্রথমত একটি সংখ্যা ইনপুট নিতে হবে যা দ্বারা বোঝানো হয় যে প্রোগ্রামটি মোট তত বার চলবে। তারপর ১ থেকে সেই সংখ্যা পর্যন্ত একটি লুপ চালানো হয় ।
যেমনঃ
.
.
int main()
{
scanf("%d",&t);
for( i =1; i<=t ; i++
)
{
//you_code
}
}
.
.
গণিতের মজার কয়েকটি ধারার মধ্যে প্যাসকেলের ত্রিভূজ অন্যতম । ফরাসী বিজ্ঞানী 'ব্লেইজ প্যাসকেল' এর নামানুসারে এই ত্রিভূজের নামকরণ করা হয়।
ত্রিভুজের শুরু হয় ১ থেকে এবং ক্রমানুসারে সংখ্যাগুলির যোগফল থেকে ত্রিভূজটির বিস্তৃতি ঘটে ( উপরের চিত্রটি দেখ ) ।এই ত্রিভূজটিতে কিছু সুনির্দিষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায়। আজ প্যাসকেলের ত্রিভূজের সেসব ধারা নিয়ে আলোচনা করা হলো।
Computer Programming Book by Tamim Shahriar Subeen pdf
If you want to learn Programming with C, you can download this book in Bangla language. This book will help you to learn the basic of C language in a proper way.This book is for anyone who love programming.