Monday, April 03, 2017

কম্পিউটার প্রোগ্রামিং বই সমস্যা - ১৪,জোড়-বিজোড়-১

link of problem::http://cpbook.subeen.com/2012/11/even-odd-1.html

জোড়-বিজোড় Programming Challenge

ইনপুট

প্রথম লাইনে একটি সংখ্যা থাকবে। সংখ্যাটির মান যত, ততটি লাইনে একটি করে পূর্ণসংখ্যা (0 থেকে 2147483647-এর মধ্যে) দেওয়া থাকবে।

আউটপুট

প্রতিটি পূর্ণসংখ্যার জন্য, সংখ্যাটি জোড় হলে even আর বিজোড় হলে odd প্রিন্ট করতে হবে।

উদাহরণ

ইনপুট:

3
100
0
1111



আউটপুট:

even
even
odd

soliution::

#include<stdio.h>
int main()
{
    int i,n,a[101];
    scanf("%d",&n);
    for(i=0; i<n; i++)
    {
        scanf("%d",&a[i]);
        if(a[i]%2==0 && a[i]>=0)

        {
            printf("even\n");
        }

        else if(a[i]%2!=0 && a[i]>=0)

        {
            printf("odd\n");
        }
    }
    return 0;
}

1 comment:

  1. http://cpbook.subeen.com/2012/11/age-calculation.html?m=1
    subeen boyos problem ta solve pabo bro.

    ReplyDelete