Registration for NCCF 2017
ICT Division of Bangladesh Government is organizing the National Children's Coding Fest 2017 (NCCF 2017) where the students aged between 5-12 years will participate. Considering the age and experience the competition will be based on SCRATCH only ; which is easy to do through a computer or smartphone. The deadline for Registration and Project Submission is April 12, 2017. We welcome you all to take part in NCCF 2017 towards building a true Digital Nation.
From the online submissions 100 projects will be selected for Regional recognition. They will be invited for Divisional Workshop and 2nd level of competition (tentative date is April 15, 2017).From these 100 participants 50 will get invitations for Final Competition in Dhaka in 3rd week of April (tentative date is April 21, 2017). 10 best contestants will be rewarded and will be invited to take part in National High School Programming Contest 2017.
Code Club Bangladesh is partnering the program with the support of Computer Science and Engineering Department, University of Dhaka.
For regular update on FCCF 2017 please visit the Facebook Page of Code Club Bangladesh:
https://web.facebook.com/codeclubbangladesh/
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন দেশে প্রথমবারের মত আয়োজন করেছে জাতীয় শিশু কোডিং ফেস্ট ২০১৭। ৫ থেকে ১২ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা। প্রতিযোগীদের বয়স ও অভিজ্ঞতার কথা মাথায় রেখে এই শিশু কোডিং প্রতিযোগিতাটিকে স্ক্র্যাচ (SCRATCH) নির্ভর করা হয়েছে যেন তারা সহজেই যেকোন কম্পিউটার বা স্মার্টফোন থেকেও প্রজেক্ট তৈরি করতে পারে এবং জমা দিতে পারে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও তৈরি কাজ জমা দেবার শেষ তারিখ এপ্রিল ১২, ২০১৭।
অনলাইনে দাখিলকৃত প্রজেক্টথেকে ১০০ জনকে বিভাগীয় কর্মশালা ও অনসাইট প্রতিযোগিতায় (যেখানে প্রতিযোগীরা নির্ধারিত সময়ে নির্দিষ্ট কম্পিউটার ল্যাবে প্রজেক্ট তৈরি করে জমা দেবে) ডাকা হবে (সম্ভাব্য তারিখ এপ্রিল ১৫, ২০১৭)।
এই ১০০ জন থেকে ৫০ জন প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হবে চুড়ান্ত প্রতিযোগিতায় যা অনুষ্ঠিত হবে আগামী এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে (সম্ভাব্য তারিখ এপ্রিল ২১, ২০১৭)। ১০ জন সেরা প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে এবং তারা জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৭ তে আমন্ত্রিত হবে।
শুভ কামনা। একটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আজকের শিশুই হবে আমাদের ভবিষ্যৎ কর্ণধার। পারবে তুমি, তুমিই পারো।
অনুষ্ঠানটির সহযোগী পার্টনার হিসাবে কাজ করছে কোড ক্লাব বাংলাদেশ এবং সহযোগিতা করছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
জাতীয় শিশু কোডিং ফেস্ট ২০১৭ এর নিয়মিত আপডেট প্রকাশ করা হবে কোড ক্লাব বাংলাদেশ এর ফেইসবুক পেইজেঃ
https://web.facebook.com/codeclubbangladesh/
No comments:
Post a Comment